ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডলার সংকটে রডের দাম সর্বকালের সর্বোচ্চ

ডলার সংকটে রডের দাম সর্বকালের সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে রড তৈরির ক্র্যাপের দাম বৃদ্ধি, ডলার সংকট এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে বেড়েছে নির্মাণ খাতের এই অত্যাবশ্যকীয় পণ্যের দাম। আরও একবার অস্থির হয়ে উঠল ইস্পাতের বাজার। আগের রেকর্ড ছাড়িয়ে মাত্র ৭ দিনের ব্যবধানে ১ ফেব্রুয়ারি টনপ্রতি রডের দাম ৫ হাজার টাকা বেড়ে পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চে। বিল্ডিং নির্মাণে অত্যাবশ্যকীয় এই উপাদানের দাম বৃদ্ধিতে সামগ্রিক নির্মাণখাতে ওপর চাপ আরও বেড়েছে। গত বুধবার চট্টগ্রামের বিভিন্ন মিলে প্রতিটন প্রিমিয়াম মানের (৭৫-গ্রেড) রড বিক্রি হয়েছে ৯১ হাজার থেকে ৯৪ হাজার টাকায়, অথচ এক সপ্তাহ আগেও এর দাম ছিল ৮৭ হাজার থেকে ৮৯ হাজার টাকা। ৬০ গ্রেডের রডের দামও ৮৪ হাজার থেকে ৮৬ হাজার টাকা থেকে বেড়ে ৮৯ হাজার থেকে ৯১ হাজার টাকা হয়েছে। গত বছর মার্চে টনপ্রতি ৯২ হাজার টাকায় পৌঁছানোর পর থেকে রডের দাম ছিল কিছুটা নি¤œমুখী। কোভিড-১৯ এর বিধিনিষেধ কাটিয়ে প্রথমবারের মতো বাজার স্বাভাবিক হওয়ার পর ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দীর্ঘ সময় প্রতিটন রডের দাম ছিল ৫৫ হাজার টাকা।

দাম বৃদ্ধির কারণ হিসেবে কারখানা মালিকরা বলেছেন, গত দুইমাস ধরে বিশ্বব্যাপী রড তৈরির ক্র্যাপের দাম বাড়ছে, আর এর একটি বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। এছাড়া, চট্টগ্রাম ভিত্তিক শিপব্রেকিং ইয়ার্ডগুলোতেও ক্র্যাপের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রডের দাম বাড়ার আরেকটি কারণ হল, ডলার সংকটের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি; সেই সঙ্গে গ্যাস-বিদ্যুতের সংকট ও দাম বৃদ্ধির প্রভাবে উৎপাদান ব্যয় বেড়ে যাওয়ায় ইস্পাতের দাম বাড়ছে বলে মন্তব্য কারখানা মালিকদের। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ইয়ার্ডে প্রতিটন ক্র্যাপ বিক্রি হচ্ছে ৬৮ হাজার ৮০০ টাকা দামে। মাত্র এক সপ্তাহ আগেও প্রতিটন স্ক্র্যাপের দাম ছিল ৬১,০০০ টাকা। অন্যদিকে, বিশ্ববাজারে বর্তমানে প্রতিটন ক্র্যাপের দাম ৪৭০ থেকে ৪৯০ ডলারের মধ্যে, যা গত নভেম্বরে ছিল সর্বোচ্চ ৪৩০ ডলার। ক্র্যাপের পাশাপাশি বেড়েছে ইস্পাতের কাঁচামাল প্লেট ও বিলেটের দামও। বর্তমানে বাজারে প্রতিটন প্লেট ৭৬ হাজার ৪০০ টাকা ও বিলেট ৮২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বাজারে প্রতিটন প্লেট ৭২ হাজার টাকা ও বিলেট বিক্রি হয়েছে ৭৪ হাজার টাকায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত