ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মার্চেন্ট ব্যাংকের ঋণের প্রভিশনিং কমল ১ শতাংশ

মার্চেন্ট ব্যাংকের ঋণের প্রভিশনিং কমল ১ শতাংশ

দেশের দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা ও চট্টগ্রামের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের দেয়া ব্যাংক ঋণের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) এক শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগের পরিচালক মাকসুদা বেগম চিঠিতে সই করেন। এতে বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ ব্যাংক ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের ঋণের জন্য দুই শতাংশ প্রভিশন রাখার নির্দেশ দেয়া হয়। তবে নতুন নিদর্শনা অনুযায়ী, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে এক শতাংশ প্রভিশন সাধারণ সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত