ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সক্ষমতা বাড়ার কারণেই মানুষ সময় পেলে ঘুরতে যায় : শিল্পমন্ত্রী

সক্ষমতা বাড়ার কারণেই মানুষ সময় পেলে ঘুরতে যায় : শিল্পমন্ত্রী

অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় মানুষ এখন সময় পেলেই ঘুরতে যায়, তাই পর্যটন স্পটগুলোতে জায়গা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দল নয়, দলের সরকার হয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে বলেই করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখনো ভালো আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে দেশ ও দলের নেতৃত্ব দিচ্ছেন। তার যোগ্য লিডারশিপে তৃণমূল থেকে জাতীয়পর্যায়ে উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরের মর্যাদা দিয়েছেন। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সবাই সুযোগ পেলেই এখন ঘুরতে বের হয়। তাই কুয়াকাটাসহ কোনো পর্যটন স্পষ্টেই জায়গা পাওয়া যায় না। গতকাল রোববার সকালে পটুয়াখালী ডিসি স্কয়ারে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমরা গ্লোবাল ভিলেজে আছি, সবার সঙ্গে তালমিলিয়ে চলতে হয়। অনেক কিছু আমদানি-রপ্তানি করতে হয়। পায়রা বন্দরে গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সমীক্ষা শেষে গ্যাসের মজুদের বিষয়ে জানার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, স্থানীয় ক্ষুদ্র ও কুটিরশিল্পকে গতিশীল করতে সরকারের নানা পদক্ষেপ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত