শাহ্জালাল ইসলামী ব্যাংকে কৃষি বিনিয়োগ চেক বিতরণ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

২০২২-২৩ অর্থবছরের জন্য ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে ৩৫০ লাখ (৩৫ মিলিয়ন) টাকা কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। গত ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৬ জন নৃ-গোষ্ঠী চাষিকে ৭১ লাখ টাকার কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠী চাষিদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল খালেক, বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন এবং টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের এসএমই অ্যান্ড অ্যাগ্রি ইনভেস্টমেন্ট বিভাগের ইউনিট প্রধান মো. রফিকুল ইসলাম এবং টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।