ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সার কারখানা স্থাপন এবং চিনি শিল্পে জাপান অর্থায়নে আগ্রহী

সার কারখানা স্থাপন এবং চিনি শিল্পে জাপান অর্থায়নে আগ্রহী

বাংলাদেশের আশুগঞ্জে ঘোড়াশাল সার কারখানার আদলে আরেকটি সার কারখানা স্থাপন ও চিনি শিল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)। এছাড়া, ইলেক্ট্রিক মিটার ও অটোমোবাইলসহ অন্যান্য খাতেও তারা অর্থায়নে আগ্রহী। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র সঙ্গে জেবিআইসির গভর্নর হায়াশি নবুমিতসুর নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন জেবিক গভর্নরের মুখ্য সচিব এবং উপদেষ্টা ওডিএ মাসাহিরো, জেবিক প্রতিনিধি নাকানো মুতসুমি, কুড়িহারা তশিহিকো প্রমুখ। গতকাল রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রীর অফিস কক্ষ এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন, যুগ্ম সচিব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মু. আনোয়ারুল আলম, মো. আব্দুল ওয়াহেদ, উপসচিব শরীফ মো. মাসুদ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত