ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংকাররা মালিকানায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন

ব্যাংকাররা মালিকানায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন

দেশের ইতিহাসে প্রথমবারের মতো মালিকানায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন ব্যাংকাররা। আর ঐতিহাসিক এই সুযোগ সৃষ্টি করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক- মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এমপ্লয়িজ শেয়ার পারচেজ প্ল্যানের (ইএসপিপি) অধীনে মোট আইপিও শেয়ারের ৭.১৪ শতাংশ ব্যাংকের কর্মচারীদের জন্য অনুমোদন দিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী ১৬ ফেব্রুয়ারি ছাড়া হবে এই শেয়ার। শেয়ার কেনার সুযোগ থাকবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মাধ্যমে ৭০ কোটি টাকার পুঁজি সংগ্রহ করবে ব্যাংকটি। ব্যাংক কর্মচারিদের মধ্যে বণ্টন করা হবে ৫০ লাখ শেয়ার। বাকি ৬ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করা হবে যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) বিধিমালা, ২০১৫ অনুসরণ করে বিতরণ করা হবে শেয়ারগুলো। শেয়ার বিক্রি থেকে অর্জিত আয় আইপিও খরচ মেটানোর পাশাপাশি সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা হবে। সাধারণ বিনিয়োগকারী এবং অনিবাসী বাংলাদেশিরা সর্বোচ্চ ১০ হাজার টাকার শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন । এজন্য গত ৮ ফেব্রুয়ারি তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর বাজার মূল্যে যথাক্রমে ন্যূনতম ৫০ হাজার এবং ১ লাখ টাকার শেয়ার থাকতে হবে। আবেদন জমা দিতে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী, অনুমোদিত পেনশন তহবিল, স্বীকৃত ভবিষ্যত তহবিল এবং অনুমোদিত গ্র্যাচুইটি তহবিলের জন্য ন্যূনতম ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ডের জন্য তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগের পরিমাণ হবে ৩ কোটি টাকা। ২০১৩ সালের ২০ মার্চ পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে যাত্রা শুরু করে মিডল্যান্ড ব্যাংক। ওই ২০ জুন বাণিজ্যিক কার্যক্রম শুরু করে ব্যাংকটি। ২০১৯ সালে, ব্যাংকটি ইসলামিক ব্যাংকিং লাইসেন্স পেয়েছে এবং ‘এমডিবি সালাম’ নামে সফলতার সঙ্গে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া, ২০২০ সালের ২০ জুন থেকে অফ-শোর ব্যাংকিং কার্যক্রম সফলভাবে চালু করেছে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক সংসদ সদস্য এবং স্থপতি মিসেস নীলুফার জাফরুল্লাহ। ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও তৎকালীন বাংলাদেশের স্বনামধন্য সিনিয়র ট্যাক্স কনসালটেন্ট এবং বিশিষ্ট আইনজীবী মরহুম এম মনিরুজ্জামান খন্দকারের মৃত্যুর পর এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। খ্যতনামা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সফল উদ্যোক্তা মো. শামসুজ্জামান বর্তমানে ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে আছেন টেক্সটাইল, আরএমজি, শিপিং এবং ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন উদ্যোক্তা রেজাউল করিম। যিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) বর্তমান সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরী ব্যাংকের বোর্ড অডিট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে, মিডল্যান্ড ব্যাংকে ১১ জন প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার রয়েছেন যারা প্রাক-আইপিও ভিত্তিতে ব্যাংকের প্রায় ৩৮.২০ শতাংশ শেয়ারের মালিক। আর ব্যাংকের সূচনা লগ্ন থেকে সংশ্লিষ্ট রয়েছে- মাইক্রো ফাইবার গ্রুপ, রিদিশা গ্রুপ, আমতারা গ্রুপ, প্রাণ গ্রুপ, মন্ডল গ্রুপ, হা-মীম গ্রুপ, পপুলার ফার্মা গ্রুপ, করিম গ্রুপ এবং লুসাকা গ্রুপের মতো স্বনামধন্য বাণিজ্যিক প্রাতিষ্ঠানসমূহ। দেশজুড়ে বিস্তৃত ৩৬টি শাখা (এর মধ্যে ১৭টি শহরে এবং ১৯টি গ্রামে), ১৬টি উপশাখা, ৫৭টি এটিএম বুথ, ১০৭টি এজেন্ট ব্যাংকিং সেন্টার এবং ১০টি কালেকশন বুথের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে সারা দেশে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিজেদের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকের অনুকূলে বিএসইসি ইস্যুকৃত আইপিও সম্মতি পত্রের ১৮ নং ধারা অনুযায়ী, আইপিওর মাধ্যমে নতুন শেয়ারহোল্ডাররা, ২০২২ সালের আর্থিক বছরের লভ্যাংশের জন্য যোগ্য বিবেচিত হবেন, যা এপ্রিল ২০২৩-এর মধ্যে ঘোষণা করা হবে। লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড মিডল্যান্ড ব্যাংকের আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত