ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

করপোরেট সংবাদ

নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ট্রেড শোতে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ

নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ট্রেড শোতে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হয়ে নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ট্রেড শো’তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ব্র্যাক ব্যাংক। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ইউএসএ ট্রেড শো, যা যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে অনুষ্ঠিত সবচেয়ে বড় অ্যাপারেল সোর্সিং ইভেন্ট, যেখানে হাজার হাজার আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্রেতাদের সাথে পরিচিত হতে একত্রিত হয়। এই প্রদর্শনীতে একটি বিশেষ বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি কাজী ইফতেখার হোসাইন নেতৃত্বে ১০টি বাংলাদেশি কোম্পানিসহ অংশ নিয়েছিল বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন। ব্র্যাক ব্যাংক এই মেগা এক্সপো-তে বিজিবিএ’র ব্যাংকিং পার্টনার হতে পেরে গর্বিত। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান। নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) মো. সেলিম রেজা প্রদর্শনীটি পরিদর্শন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত