ঢাকায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো ২০২৩

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

দেশে উৎপাদিত আন্তর্জাতিকমানের ইলেকট্রিক পণ্য সামগ্রী রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৭ম ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো বাংলাদেশ ২০২৩। আগামী ৯ মার্চ ২০২৩ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ৩ দিনব্যাপী এ মেলার যৌথ আয়োজনে রয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বিমা ও ওয়েম বাংলাদেশ লিমিটেড। মেলায় ১৫০টি ব্র্যান্ডের ১২০টি স্টল, ৪০ জন বিদেশি প্রতিনিধি, ৮০জন একক্সিবিউটর্স অংশ নিবেন। এ উপলক্ষ্যে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আফতাব জাবেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মীর নিজাম উদ্দিন আহমেদ, বিইসিএমএ’র ভাইস প্রেসিডেন্ট এবিএম আরশাদ হোসেন, বিমা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম আজাদ।