ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমানত প্রবৃদ্ধি কমায় রেকর্ড

আমানত প্রবৃদ্ধি কমায় রেকর্ড

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও বৈশ্বিক নানা অস্থিরতার মাঝে দেশে নানামুখী সংকটের প্রভাব পড়েছে তারল্য সংকটে। এর ফলে সদ্য বিদায়ি বছর শেষে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৬ শতাংশে, যা ইতিহাসে এ যাবৎকালের সর্বনিম্ন প্রবৃদ্ধি। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট ও রেমিট্যান্সের পতনের ফলে আমানতের প্রবৃদ্ধি ব্যাপকহারে কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্ষিক আমানতের প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৮২ শতাংশ। পরে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি বেড়ে ২০২১ সালের মে মাসে সর্বোচ্চ ১৪ দশমিক ৪৭ শতাংশে ওঠে। তবে ওই সময়ের পর থেকেই কমতে থাকে আমানতের প্রবৃদ্ধি। এদিকে, সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে আমানতের বার্ষিক প্রবৃদ্ধি রেকর্ড করে। যেখানে গেল ডিসেম্বরে আমানতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৫ দশমিক ৬৬ শতাংশ, যা এ যাবৎকালে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় আরও দেখা যায়, ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি কমলেও ঋণের প্রবাহ বাড়ছে। গত বছরের ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ২৬ হাজার ১৩৩ কোটি টাকা, যা ২০২১ সালের ডিসেম্বরে ছিল ১২ লাখ ৬৩ হাজার ২৩৭ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত