আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজনেস ম্যাগাজিন ‘এশিয়া বিজনেস আউটলুক’ সম্প্রতি এশিয়ার শীর্ষ ১০ বিজ্ঞাপনী সংস্থা ২০২৩-এর একটি তালিকা প্রকাশ করেছে। অত্যন্ত সম্মানজনক এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ অন্যতম বিজ্ঞাপনী এবং জনসংযোগ ও কমিউনিকেশন্স সংস্থা ‘ট্রিউন গ্রুপ’। ম্যাগাজিনটি বিজ্ঞাপনী শিল্পে অগ্রণী ভূমিকার জন্য ট্রিউনের প্রশংসা করা ছাড়াও তাদের সাম্প্রতিক প্রকাশনায় ট্রিউন গ্রুপের ওপর একটি নিবন্ধও প্রকাশ করে। ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই বিরল সম্মাননা উৎকর্ষতা অর্জনে আমাদের অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে মনে করি। ভবিষ্যতের পথচলায় এটি আমাদের অনুপ্রেরণা জোগাবে। এই স্বীকৃতি আমি আমার সব সহকর্মী, সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সমন্বিত সমর্থনের ফল হিসেবে বিবেচনা করি।’ ১৯৮৩ সালে কাজী ওয়াহিদুল আলমের নেতৃত্বে ট্রিউন যাত্রা শুরু করে। দীর্ঘ প্রায় চার দশকের পথপরিক্রমায় ট্রিউন প্রায় শতাধীক শীর্ষস্থানীয় দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সংস্থাকে বিজ্ঞাপনী, জনসংযোগ ও কমিউনিকেশন্স এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা প্রদান করেছে।
এভিয়েশন ও পর্যটন, ব্যাংকিং, টেলিকমিউনিকেশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরমাণু প্রযুক্তি, পোশাক শিল্প, অবকাঠামো, এনজিও, অর্থনীতি, প্রকাশনাসহ বিভিন্ন সেক্টরে সেবা প্রদানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সংস্থাটির।