ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিটায়ার্ড সিটিজেন এবং প্রবাসী গ্রাহকদের জন্য এসআইবিএলের পরিবহণ সুবিধা চালু

রিটায়ার্ড সিটিজেন এবং প্রবাসী গ্রাহকদের জন্য এসআইবিএলের পরিবহণ সুবিধা চালু

রিটায়ার্ড সিটিজেনদের জন্য ‘এসআইবিএল রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিম’ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘এসআইবিএল প্রবাসী ডিপোজিট স্কিম’ নামে দুটি নতুন সঞ্চয়ী স্কিম চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ দুটি স্কিমের আওতায় প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের জন্য ঢাকা সিটির মধ্যে এয়ারপোর্ট থেকে গন্তব্যে এবং রিটায়ার্ড সিটিজেন গ্রাহকদের বাসা থেকে হাসপাতালে আনা-নেয়ার জন্য দুটি গাড়ি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সোশ্যাল ইসলামী ব্যাংকের বিশেষ এই সেবাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) বেলাল আহমেদ। এ সময় ব্যাংকের পরিচালক মো. কামাল উদ্দিন, মিসেস জেবুন্নেসা আকবর, আরশাদুল আলম ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবহণ সুবিধা ছাড়াও এসআইবিএল হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন নতুন এই দুটি স্কিমের গ্রাহকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত