ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পুঁজিবাজারে কোটিপতি ১৪ হাজার, লাখের বেশি লাখপতি

পুঁজিবাজারে কোটিপতি ১৪ হাজার, লাখের বেশি লাখপতি

পুঁজিবাজারে কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে এমন বেনিফিশিয়ারি ওনার্সধারীদের (বিও) সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫টিতে। ২০২১ সালের ২০ মে কোটিপতি বিনিয়োগকারীর বিও সংখ্যা ছিল ২৩ হাজার ১৩৭টি। এছাড়া লাখ টাকা বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীর বিও সংখ্যা লাখের বেশি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিবিএলের) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে প্রায় দুই বছর ধরে মন্দাভাব পুঁজিবাজারে। এ কারণে কোটিপতি ও লাখপতি বিনিয়োগকারীর সংখ্যা কমেছে।

বিষয়টি স্বীকার করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিশ্ব মন্দার কারণে কোটিপতি বিনিয়োগকারীদের সংখ্যা কিছুদিন কমেছিল, তবে এখন আবার বাড়তে শুরু করেছে। শেয়ারের দাম কমার পাশাপাশি ডলারের দাম কিছুটা স্বস্তির মধ্যে চলে আসছে, এ কারণে বাজারে প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। ফলে তারাও বিনিয়োগে আসছেন। বিএসইসি ও সিডিবিএলের তথ্য মতে, গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের পুঁজিবাজারে মোট ১৮ লাখ ৬৬ হাজার ৯৪৮টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রয়েছে। এর মধ্যে ১৪ লাখ ১৫ হাজার ৮৯৫টি বিওধারী বিনিয়োগকারীর বিও হিসাবে শেয়ার রয়েছে। অর্থাৎ বিও অ্যাকাউন্টগুলো সক্রিয় রয়েছে। আর বাকি ৩ লাখ ৭৩ হাজার ৯৩২টি বিওতে কোনো শেয়ার নেই। অর্থাৎ নিষ্ক্রিয় রয়েছে। শুধু তাই নয়, নিষ্ক্রিয় বিও হিসাবগুলোর মধ্যে প্রায় ১ লাখ বিওতে কোনো শেয়ার নেই।

এই ১৪ লাখ ১৫ হাজার ৮৯৫টি সক্রিয় বিওধারী বিনিয়োগকারীদের মধ্যে ১ কোটি থেকে তার বেশি বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীদের সংখ্যা মাত্র ১৪ হাজার ১৫টি বিওধারী। যা সক্রিয় বিনিয়োগকারীর ১ শতাংশ। লাখ টাকা বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীদের সংখ্যা লাখের বেশি। এর মধ্যে ১০ লাখের বেশি অর্থাৎ ১ কোটি টাকার কম এমন বিনিয়োগকারীদের বিনিয়োগ রয়েছে ১ লাখ ১২ হাজার ১২৫টি। কোটিপতি বিনিয়োগকারীর বড় অংশই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এই শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা ছাড়াও বিভিন্ন কোম্পানি রয়েছে। যেসব প্রতিষ্ঠানের কোনো কোনোটির হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে। সিডিবিএলের তথ্য মতে, প্রায় দুই বছর আগে অর্থাৎ ২০২১ সালের ২০ মে পর্যন্ত পুঁজিবাজারে বিও হিসাবের সংখ্যা ছিল ২৬ লাখ ৬০ হাজার ৪৮০টি। এর মধ্যে ৩ লাখ ৬৮ হাজার ৩৯৯টি বিও হিসাব কখনোই ব্যবহার হয়নি। আর ৮ লাখ ৬৪ হাজার ৮৯৬টি বিও হিসাবে শূন্য ব্যালেন্স রয়েছে। এ হিসেবে শেয়ার রয়েছে এমন সক্রিয় বিও হিসাবের সংখ্যা হচ্ছে ১৪ লাখ ২৭ হাজার ১৮৫টি। সক্রিয় ১৪ লাখ ২৭ হাজার বিওধারী বিনিয়োগকারীদের মধ্যে ২৩ হাজার ১৩৭টি বিও হিসাবে বিনিয়োগ ছিল এক কোটি টাকার বেশি। এর মধ্যে এক কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পোর্টফোলিও মূল্য ছিল এমন বিনিয়োগকারীর সংখ্যা ১৯ হাজার ৭০০টি, যাদের বেশিরভাগই ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারী। আর ৫ কোটি ১ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ মূল্য থাকা পোর্টফোলিওধারীর সংখ্যা ২ হাজার ২১২টি। এছাড়া পুঁজিবাজারে ১০ টাকার বেশি বিনিয়োগ থাকা এমন পোর্টফোলিওধারীর সংখ্যা ছিল ১ হাজার ২২৫টি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত