ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদ্যুতের দাম বাড়াল শ্রীলঙ্কা

বিদ্যুতের দাম বাড়াল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়া নিশ্চিত করতে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২৭৫ শতাংশ বাড়ানো হলো। গত কয়েক মাসের মধ্যে এ নিয়ে দেশটিতে দ্বিতীয় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির করা হলো বলে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে জানানো হয়, মূল্যবৃদ্ধির পর শ্রীলঙ্কার নাগরিকদের প্রতি ঘণ্টা কিলোওয়াট বিদ্যুতের দাম দিতে হবে কমপক্ষে ৩০ রুপি করে।

দেশটি এরইমধ্যে ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণে খেলাপি হয়েছে। এমন পরিস্থিতিতে পুনরুদ্ধার করতে আইএমএফ একটি ঋণের প্যাকেজ চূড়ান্ত করছে। শ্রীলঙ্কার বিদ্যুৎমন্ত্রী কাঞ্চন ওয়াজিসেকারা বলেন, ‘আন্তর্জাতিক সংস্থা থেকে আমাদের কিছু শর্ত দেয়া হয়েছে। সেসব শর্তের মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টিও রয়েছে। বর্ধিত রাজস্বের কারণে আমরা বৃহস্পতিবার থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় জ্বালানি কিনতে সক্ষম হব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত