মুসলিম সুইটসকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে মুসলিম সুইটস অ্যান্ড কনফেকশনারিকে জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। পণ্য মোড়কজাতকরণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১৬ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলীতে এ অভিযান চালায় বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের কর্মকর্তা মো. মাছুদুল হক (পরিদর্শক) ঢাকা দায়িত্ব পালন করেন।