ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চলতি বছর খাদ্যপণ্যের দাম আরো বাড়াবে নেসলে

চলতি বছর খাদ্যপণ্যের দাম আরো বাড়াবে নেসলে

চলতি বছর খাদ্যপণ্যের দাম আরো বাড়াবে নেসলে। গতকাল কোম্পানির শীর্ষ নির্বাহী (সিইও) মার্ক স্নেইডার এ তথ্য নিশ্চিত করেন। বিভিন্ন উপকরণের দাম ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদক কোম্পানিটি। খবর রয়টার্সের

গত বছর থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ধুঁকছে বিশ্ব। বিশেষ করে খাদ্যপণ্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সর্বত্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে কৃষিপণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এতে নেসলের মতো খাদ্যপণ্য উৎপাদক কোম্পানির ব্যয় বেড়ে যাচ্ছে। তবে কী পরিমাণে খাদ্যপণ্যের দাম বাড়ানো হবে তা নিশ্চিত করেনি নেসলে সিইও। অবশ্য চলতি বছরে ৬-৮ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানিটির। কয়েক দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতিতে এরই মধ্যে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত