ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এসএমই’র টেকসই উন্নয়নে প্রোপারকো’র সহায়তার আহ্বান

এসএমই’র টেকসই উন্নয়নে প্রোপারকো’র সহায়তার আহ্বান

পরিবেশগত টেকসই উন্নয়নের চর্চাগুলো চালানোর জন্য ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর (এসএমই) সহায়তায় কম খরচে তহবিল এবং অনুদান প্রদানে এগিয়ে আসার জন্য প্রপারকো’র প্রতি আহ্বান জানান বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করতে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির আর্থিক শাখা প্রপারকো’র একটি প্রতিনিধিদল প্যারিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে দেখা করেছেন। দলটির নেতৃত্বে ছিলেন প্রোপারকো’র ডেপুটি হেড (ম্যানুফ্যাকচারিং) রেজা হাসাম ডেয়া। গতকাল রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, শিল্পের রূপকল্প, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যান প্রভৃতি ক্ষেত্রগুলোতে বাংলাদেশের পোশাক শিল্প যে অগ্রগতি অর্জন করেছে, সেগুলো প্রোপারকো প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি প্রতিনিধিদলকে পোশাক শিল্পের টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ সম্পকে অবহিত করেন বলেন যে এর লক্ষ্য হচ্ছে শিল্পের প্রবৃদ্ধি এমনভাবে অর্জন করা, যা একাধারে টেকসই হবে এবং গ্রহ ও মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখবে। বাংলাদেশের পোশাক কারখানাগুলো তাদের উৎপাদন প্রক্রিয়াকে আরও ক্লিন এবং আরও বেশি জ্বালানি সাশ্রয়ী করতে বিপুল বিনিয়োগ করছে। এ ক্ষেত্রে পরিবেশগত টেকসই উন্নয়নের চর্চাগুলো চালানোর জন্য ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর (এসএমই) জন্য কম খরচে তহবিলের প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান। যেহেতু এসএমই প্রতিষ্ঠানগুলো প্রায়শই বিভিন্ন শর্তের বেড়াজালের কারণে সাধারন ফাইন্যান্সিং স্কিমগুলো গ্রহন করতে সক্ষম হয় না, এদের সহায়তায় কম খরচে তহবিল এবং অনুদান প্রদানে এগিয়ে আসার জন্য ফারুক হাসান প্রপারকো’র প্রতি আহ্বান জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন এন্ড পাবলিসিটি এর চেয়ারম্যান শোভন ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত