ইতিহাসের দর্শন রাজস্ব মিউজিয়ামে

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

ইতিহাসের দর্শন রাজস্ব মিউজিয়ামে রয়েছে। এ মিউজিয়ামে যা রয়েছে, তা দেখা ও চেনা অকল্পনীয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কর প্রথা। এ প্রথা চালু ১৭০৫ সালে। রাশিয়ার সম্রাট প্রথম পিটার দাঁড়ির ওপর কর আরোপ করেন। তিনি এক বিশেষ টোকেনের ব্যবস্থা করেন। সেই রুপার টোকেনের একপাশে ছিল একটি ঈগলের ছবি। অন্যপাশে দাড়িওয়ালা একজন মানুষের মুখের নিচের ছবি। টোকেনে লেখা থাকতো, ‘দাড়ির ওপর ট্যাক্স নেওয়া হলো ও দাড়ি হলো এক প্রকারের বোঝা।’ দাড়ির ওপর কর নেয়ার বিরল এ ইতিহাসের খোঁজ মেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আয়োজিত রাজস্ব মিউজিয়ামে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের পাশেই এ মিউজিয়ামের আয়োজন করা হয়েছে। ৫ ও ৬ ফেব্রুয়ারিতে আয়োজিত এ রাজস্ব সম্মেলনে ঘুরে ঘুরে দর্শনার্থীরা জানতে পারছে আয়কর, কাস্টমস ও ভ্যাটের নানা ইতিহাস। মিউজিয়ামে রয়েছে ১৯৭১ থেকে ২০১০ সালের বাজেট বক্তব্য। ১৯৭৬, ১৯৯৬ ও ২০০৯ এর অর্থ আইন, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ। এছাড়া স্থান পেয়েছে ১৯৬১ সালের ট্রেজারি চালান, ১৯৫১ সালের কাস্টমস হাউজের দাখিল অব এন্ট্রির মতো মূল্যবান দলিলপত্র। বিভিন্ন সময়ে খেলনা গাড়ি, জুতার হিলে করে সোনা আনার নিরন্তর প্রচেষ্টা রুখে দেয় বাংলাদেশ কাস্টমস। এসব পণ্যও মিউজিয়ামে প্রদর্শন হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে- ১৯৭৭ সালে চট্টগ্রাম কাস্টমসে আটক করা লুইস এক্সভি ঘড়ি ও রেডিও ক্যাসেট টেপ, চাঁদের পাথর ও ধূলিকণা পৃথিবীতে আনার প্রথম কাস্টমস ঘোষণাপত্র, ১৯৬৭ সালে চট্টগ্রাম কাস্টমসে জুতার হিলের মধ্যে সোনা চোরাচালান দায়ে আটক করা জুতা, রামবুটান, নেসক্যাফে কফি ও ঐতিহাসিক বিভিন্ন মূর্তি।।

মিউজিয়ামে আরও স্থান পেয়েছে শিল্পীর তুলিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য জাহাজ, মোঘল আমলের খাজনা আদায়, প্রাচীন রোম বন্দর ২৯০০ খ্রিস্টপূর্বাব্দের তাম্রযুগের বিভিন্ন মুদ্রা ও নানা ঐতিহাসিক ঘটনার ছবি। জাদুঘর ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও যুগ্ম কমিশনার তরিকুল ইসলাম বলেন, রাজস্ব বোর্ডের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এ প্রচেষ্টা। আগামীতে নতুন রাজস্ব ভবনে স্থায়ী একটি মিউজিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জাদুঘরটি ঘুরে দেখলে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগ সম্পর্কে সহজ ও সুন্দর একটি ধারনা পাবেন দর্শনার্থীরা। প্রধানমন্ত্রী আমাদের এ মিউজিয়াম পরিদর্শন করে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি আমাদের এই মিউজিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নতি করার পরামর্শ দিয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি সকালে রাজস্ব সম্মেলন ও রাজস্ব ভবন উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজস্ব জাদুঘর ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন।