ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদেশ থেকে জাহাজ ভরে পণ্য আনতে চায় না এনবিআর

বিদেশ থেকে জাহাজ ভরে পণ্য আনতে চায় না এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বাংলাদেশ এত বিপদে নেই যে বিদেশি বিনিয়োগের জন্য এখনো আমাদের সব উজাড় করে দিতে হবে। তিনি বলেন, ‘বিদেশ থেকে জাহাজ ভরে পণ্য আসতে থাকবে, আর আমরা সাপোর্ট দিয়ে যাব- এমনটা হতে পারে না। এনবিআরও সে রকম ভাবে না।’ গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সম্মেলন কক্ষে বেজা, বিডা, বেপজা ও বিল্ডের নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে বেপজা ছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুল্কমুক্ত সুবিধার কিছু প্রস্তাবের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, এক সময় রপ্তানির জন্য বিদেশিদের খুশি করার চেষ্টা করেছি। এখন আমরা সেই অবস্থায় নেই। লিখিত প্রস্তাবনাগুলো আমরা খুবই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করি, তবে বিবেচনা করতে পারি না। আমরা চাই দেশেই কোয়ালিটিপূর্ণ পণ্য উৎপাদন হোক। বিদেশ থেকে জাহাজ ভরে পণ্য আনার কী দরকার।

অনাবাসিক ব্যক্তির আয়ের উপর প্রযোজ্য উৎসে কর কর্তনের হার ২০ শতাংশের পরিবর্তে ৫ থেকে ১০ শতাংশ করার সুপারিশ জানিয়েছে বিডা। এ ছাড়া, জাতীয় রাজস্ব বোর্ডকে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও পয়েন্ট অব সেলস মেশিন (পস) ট্র্যাকিংয়ের ব্যবস্থার জন্য বলা হয়েছে। কাচাঁমাল ও খুচরা যন্ত্রাংশের উপর আগাম কর প্রতি বছর ১ শতাংশ হারে কমিয়ে তা চূড়ান্তভাবে শূন্য শতাংশ করা ও সব ক্ষেত্রে আগাম করহার ৩ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে সভায়। সবুজ শিল্প তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি শুল্ক ও ভ্যাটমুক্ত আমদানি সুবিধা প্রদান, ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানের জন্য কর রেয়াত সুবিধাও চাওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত