অনলাইন জুয়া বন্ধে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ক্রিপ্টো কারেন্সি ও অবৈধভাবে ফরেন ট্রেডিংয়ের সঙ্গে জড়িত অ্যাকাউন্টের কালো তালিকা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অ্যাকাউন্টগুলোর লেনদেন কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মোবাইল সার্ভিস প্রোভাইডারদের এক বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। ২২ ফেব্রুয়ারি বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং নির্দেশনা দেয়া হয়। বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশে এমএফএসের সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৫৫ লাখ। এর মধ্যে সক্রিয় এজেন্ট সংখ্যা ১৫ লাখ ২২ হাজার। বিপুল সক্রিয় হিসাবের কারণে কিছু অসাধুচক্র স্বল্প সময়ে দ্রুত পদ্ধতিতে এমএফএসের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করছে।