ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তার বৈঠক আজ

ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তার বৈঠক আজ

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বসবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি অডিটরিয়ামে বাজার সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভোক্তা অধিকারের শীর্ষ কর্মকর্তারা। ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অংশীজন ও ঢাকা সিটির অধীন সব বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান উপস্থিত থাকবেন। বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। রমজান মাস এলে প্রতিবছর নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হলে তার সুফল তেমনটা আসে না। বর্তমানে দীর্ঘদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের বাজার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত