ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিনিয়োগকারীদের পুঁজি কমল ১৬২১ কোটি টাকা

বিনিয়োগকারীদের পুঁজি কমল ১৬২১ কোটি টাকা

টানা চার কর্মদিবস দরপতনের মধ্যদিয়ে আরো একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী এ সপ্তাহে উভয় বাজারে কমেছে সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন (অর্থাৎ পুঁজি) নতুন করে কমেছে ১ হাজার ৬২১ কোটি টাকা। এর আগের সপ্তাহেও মূলধন কমেছিল ৩ হাজার ২০১ কোটি টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৪৮ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৯৪০ টাকা। আর শেষ দিন গত বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ১৪৮ টাকায়। অর্থাৎ টাকার অঙ্গে পুঁজি কমেছে ১৬২১ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৭৯২ টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রায় একই চিত্র দেখা গেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি লেনদেন বন্ধ থাকায় গত (১৯-২৩ ফেব্রুয়ারি) সপ্তাহে মোট চার কর্মদিবসে লেনদেন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত