করপোরেট সংবাদ
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার প্রদান
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পল্টনের আইএফআইসি টাওয়ারে ১২তম বছরের আয়োজন সম্পন্ন হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি, বিশেষ অতিথি হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, সম্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, আইএফআইসি ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার উপস্থিত ছিলেন। ২০২০ সালের জন্য সৃজনশীল বিভাগে সাংবাদিক ও লেখক মশিউল আলম এবং ২০২১ সালের জন্য মননশীল বিভাগে ‘নজরুল সংগীতে কবি ও গবেষক আমিনুল ইসলাম ও সৃজনশীল বিভাগে সাহিত্যিক স্বকৃত নোমান আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালে মননশীল বিভাগে লেখক ও গবেষক গোলাম মুরশিদ এবং সৃজনশীল বিভাগে লেখক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং ২০১৯ সালে মননশীল বিভাগে কবি, প্রবন্ধকার ও গবেষক আহমদ রফিক এবং সৃজনশীল বিভাগে লেখক-সাহিত্যিক মাসরুর আরেফিনকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করা হয়।