ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ব্লাডম্যান এবং দারাজ কেয়ারস

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ব্লাডম্যান এবং দারাজ কেয়ারস

সাম্প্রতিক তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণসামগ্রী দান করে পাশে দাঁড়িয়েছে ব্লাডম্যান এবং দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেসের সামাজিক উদ্বেগ দারাজ কেয়ারস। টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি’র কাছে ১০০ স্লিপিং ব্যাগ, ৩০০টি কম্বল, ২০০টি উঁচু গলা শীতের পোশাক, ১০০টি থার্মাল সেট, ২০০টিরও বেশি অন্যান্য গরম কাপড় হস্তান্তর করা হয়। বাংলাদেশে টিকার কো-অর্ডিনেটর শেভকি মের্ট বারিশের কাছে এই জরুরি ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছেন দারাজ বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর, ইসমাত জেরিন খান; সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার, আফিফা সুলতানা; এবং ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার হাসান জিসান। বাংলাদেশ থেকে ভূমিকম্প ত্রাণ সহায়তা সেবা পরিচালনার জন্য তুর্কি দূতাবাস কর্তৃক মনোনীত টিকার মাধ্যমে সব অনুদান সরাসরি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত