ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এমারেল্ড অয়েলকে মূল্যসংবেদনশীল তথ্য না দেয়ায় চিঠি

এমারেল্ড অয়েলকে মূল্যসংবেদনশীল তথ্য না দেয়ায় চিঠি

নির্ধারিত সময়ের মধ্যে মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) না দেয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তলব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ম অনুসারে কোম্পানির মূল্যসংবেদনশীল তথ্য বোর্ড সভায় অনুমোদন হওয়ার ২ ঘণ্টার মধ্যে স্টক এক্সচেঞ্জকে অবহিত করতে হয়। কিন্তু সেই আইনের ব্যতয় করেছে কোম্পানটি। ২৬ ফেব্রুয়ারি ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, এমারেল্ড অয়েলের সর্বশেষ বোর্ড সভা গত ২৩ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়। সভায় গত ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যলোাচনা করে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভেডেন্ড ঘোষণা করা হয়। নিয়ম অনুসারে পর্ষদ বা বোর্ড সভায় গৃহীত সংবেদনশীল তথ্য ২ ঘণ্টার মধ্যে স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করবে। এরপর গণমাধ্যমে প্রকাশ করবে। কিন্তু গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জ জানিয়েছে ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টারও পর। যা আইনের সম্পূর্ণ লঙ্গন। কেন আইনের লঙ্গন হয়েছে তার কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে জানতে চাওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর পুনরায় উৎপাদন শুরু করেছে এমারেল্ড অয়েল। প্রতিষ্ঠানটির ৩০ জুন সমাপ্ত ২০১৬ থেকে ২০১৮ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা। এর আগের অর্থ বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৯৭ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮৩ পয়সা বা ৪২ দশমিক ৮৩ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত