ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ব্যাংকের ‘ক্যারিয়ার টক’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ব্যাংকের ‘ক্যারিয়ার টক’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে ‘ক্যারিয়ার টক’ শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ০৭ ফেব্রুয়ারি ২০২৩ বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য অনুষদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ক্যারিয়ার টক’ হলো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের একটি বিশেষ কর্মশালা। এবারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবদুল মঈন, ব্যাংকিং ও বীমা বিভাগের প্রফেসর ও চেয়ারপারসন ড. হাসিনা শেখ, এবং ইএমবিএ পরিচালক, এমআইএস বিভাগ প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং রিশাদ হোসেন এবং ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিংয়ের সিনিয়র ম্যানেজার আহমেদ ইমতিয়াজ সোবহান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত