ফেডারেল রিজার্ভের প্রতিনিধি দল দেশে আসছে আজ

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

বাংলাদেশ সফরে আসছে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বুধবার প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে আসবে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ফেডারেল রিজার্ভ ব্যাংকের গ্রাহক হলো বাংলাদেশ ব্যাংক। তাই প্রতিনিধি দলটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে আসবে। পরিদর্শনকালে দলটি লেনদেনে কোনো ধরনের সমস্যা আছে কি না, ব্যালেন্স ঠিকমতো আছে কি না এসব বিষয় দেখবে। মূলত গ্রাহকদের সেবা দিতেই বিভিন্ন দেশে সফর করে থাকে প্রতিনিধি দলটি।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে আসছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রতিনিধি দল। বুধবার বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের সঙ্গে একটি বৈঠক করবে প্রতিনিধি দলটি। গত বছরের জুলাই মাসে ৪৫০ কোটি ডলারের ঋণ চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। এরপর বেশ কয়েক ধাপ পেরিয়ে গত ২ ফেব্রুয়ারি আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭৬ মিলিয়ন পায় বাংলাদেশ। সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ পাবে বাংলাদেশ।