ভোক্তা অধিদপ্তরের অভিযান

১২৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১২৬ প্রতিষ্ঠানকে ৮ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ২৭ ফেব্রুয়ারি দিনব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের সাতারকুল রোড, চকবাজার ও মৌলভীবাজারসহ দেশব্যাপী মোট ৬০ বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১২৩টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্পলেট বিতরণসহ হ্যান্ডমাইক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া তিন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ৫০০ প্রদান করা হয়।