বিভিন্ন প্রকল্পে কৃচ্ছ্রসাধনে সাশ্রয় ৩৫ হাজার কোটি টাকা

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

বৈশ্বিক সংকটে কৃচ্ছ্রসাধনে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বিভিন্ন প্রকল্পে কাটছাঁট করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিপি) এটা ধরা হয়েছে। সংশোধিত এডিপির পরিমাণ ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি ২৭ লাখ টাকা। আজ বুধবার, ১ মার্চ রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন হবে।