ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংক থেকে ডলারপ্রতি ১০৪ টাকা পাবেন রপ্তানিকারকরা

ব্যাংক থেকে ডলারপ্রতি ১০৪ টাকা পাবেন রপ্তানিকারকরা

এখন থেকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিনিময়ে ব্যাংক থেকে ১০৪ টাকা করে পাবেন। আগে ১০৩ টাকা নির্ধারণ করা থাকলেও ডলারপ্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। ১ মার্চ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুনের মধ্যে ডলারের একটি নির্দিষ্ট বিনিময় হার নির্ধারণের আগে এ সিদ্ধান্ত নিলেন তারা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়। এর প্রভাবে দেখা দেয় ডলার সংকট। বাংলাদেশেও গত কয়েক মাস ধরে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে কিনতে হয়েছে ডলার। যদিও সরকারের পক্ষ থেকে এই সংকট কাটাতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে এতদিন প্রতি ডলারের বিনিময়ে ১০৩ টাকা পেতেন রপ্তানিকারকরা। তবে এ বছরের ফেব্রুয়ারিতে গত ডিসেম্বর ও জানুয়ারির রপ্তানি আয়ের সমান রপ্তানি হলে সংস্থা দুটি ডলারের দাম ১০৩ টাকা ৫০ পয়সা করবে বলে এর আগে জানিয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত