ছুটির দিনে জমজমাট পর্যটন মেলা। তিন দিনব্যাপী এ মেলার শেষ দিন ছিল গতকাল। গত শুক্রবার ও গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ১১তম ফার্স্ট ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (বিটিটিএফ) মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবারের মেলায় তিনটি হলে ১৪টি পেভিলিয়নসহ ১৪৬টি স্টল রয়েছে। মেলায় অংশ নেয়া বিক্রেতা ও প্রতিষ্ঠান মালিকরা জানালেন মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভালো সাড়া মিলছে। এতে মোটের উপর সন্তুষ্ট তারা। মেলায় ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হসপিটাল প্রদর্শক হিসেবে মেলায় অংশগ্রহণ করেছে। এবারের মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।