করপোরেট সংবাদ

শংকরের ‘চৌরঙ্গী’ নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র আলোচনা

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা ৫ মার্চ প্রখ্যাত লেখক শংকরের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ নিয়ে আলোচনা করেন। ব্র্যাক ব্যাংক-এ বই পাঠে উৎসাহী কর্মকর্তাবৃন্দ এই পাঠক চক্রটির সূচনা করে। এটি ছিল এই পাঠক চক্রের সদস্যদের দ্বিতীয় আলোচনা। ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষতা এবং কর্মসংস্কৃতির উন্নয়নে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে এই রিডিং ক্লাবটি গঠন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আরএফ হোসেন মতে, এই উদ্যোগ সহকর্মীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণা সম্পর্কে গভীর ধারণা অর্জনের সুযোগ দেবে। প্রতি মাসে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা একটি করে বই পড়েন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এপ্রিলে তারা বাংলাদেশের লেখক আহমেদ ছফার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আলাতচক্র’ পাঠ করবেন এবং পরবর্তী সভায় এটি নিয়ে আলোচনা করবেন।