ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

মূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

তিন কর্মদিবসে উত্থান আর এক কর্মদিবসে দরপতনের মধ্য দিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। পাশাপাশি দাম কমার পরিবর্তে লেনদেন হওয়া কোম্পানির দাম বেড়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) বেড়েছে ২ হাজার ৪৭৬ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৫১৮ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। একই চিত্র দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সপ্তাহের প্রথম কর্মদিবসে ৫ মার্চ লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৯০ টাকা। আর শেষ দিন ৯ মার্চ লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫৭২ টাকা। অর্থাৎ টাকার অঙ্কে পুঁজি বেড়েছে ২ হাজার ৪৭৬ কোটি ৯ লাখ টাকা। সপ্তাহে (৫ থেকে ৯ মার্চ) মোট চার কর্মদিবসে লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩টির, আর অপরিবর্তিত ছিল ২২৫টির। তার আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৫৫টির, কমেছিল ১১১টির, আর অপরিবর্তিত ছিল ২০৫টি কোম্পানির শেয়ারের দাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত