দেশের প্রথম নারী উদ্যোক্তা এক্সেলেরেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর তৃতীয় ব্যাচের ট্রেইনিং সম্পন্ন হওয়ায় গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ইউনিভার্সিটি। গত ১২ মার্চ ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে মোট ৩৪ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাকে সনদ দেয়া হয়েছে। ট্রেইনিং সম্পন্ন হওয়া নারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ব্র্যাক ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন প্রফেসর সাং এইচ লি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ অ্যান্ড ‘আগামী স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসেস’ মেহরুবা রেজা এবং এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব উইমেন এন্ট্রাপ্রেনিউর সেল খাদিজা মরিয়ম।