ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিলিকন ভ্যালিতে দুই ক্রিপ্টো

সিলিকন ভ্যালিতে দুই ক্রিপ্টো

মার্কিন সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) ধসের ঘটনা, ২০০৮ সালের আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ঘটনা। ব্যাংকটির পতনে বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ আরো অনেক প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। এতে ছাড় পায়নি মার্কিন ক্রিপ্টোকারেন্সি কোম্পানি সার্কেল এবং ক্রিপ্টো ঋণদানকারী ব্লকফি ইঙ্ক। ধসে পড়া ব্যাংকটিতে এই ক্রিপ্টো প্রতিষ্ঠান দুটির মোট ৩৫২ কোটি ৭০ লাখ ডলার রাখা ছিলো। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স সিলিকন ভ্যালি ব্যাংকের ধসে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি তালিকা তৈরি করেছে। এতে ক্রিপ্টো কোম্পানি দুটি সম্পর্কে এসব তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, মার্কিন ক্রিপ্টোকারেন্সি কোম্পানি সার্কেলের কাছে থাকা ডিজিটাল মুদ্রা ইউএসডি কয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। সব মিলিয়ে তাদের হাতে রয়েছে ৪ হাজার কোটি ইউএসডি কয়েন। এর মধ্যে ৩৩০ কোটি ইউএসডি কয়েন জমা ছিল সিলিকন ভ্যালি ব্যাংকে। অপরদিকে দেউলিয়া হয়ে যাওয়া ক্রিপ্টো ঋণদানকারী ব্লকফি ইঙ্ক ২২ কোটি ৭০ লাখ ডলার রেখেছিল। এই অর্থের বিমা করা ছিল না। তবে উল্টো চিত্র দেখা গেছে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। যুক্তরাষ্ট্রের ব্যাংক ধসের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে ক্রিপ্টোর প্রধান মুদ্রা বিটকয়েন। গত ২৪ ঘণ্টায় বিটকয়েনের দাম ৩ হাজার বেড়ে প্রায় ২৫ হাজার ডলারে লেনদেন হয়েছিলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত