সূচকের পতন শেয়ারবাজারে

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতন হলেও আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। গতকালও অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৬ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩১টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১০২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৭১ লাখ টাকা। এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ১১ হাজার ২৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৪৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ৮৩টির।