ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘তরুণ নারীদের মিলনমেলা’

‘তরুণ নারীদের মিলনমেলা’

নারীপক্ষ আন্তর্জাতিক নারীদিবস ২০২৩ উপলক্ষ্যে ‘নারীর এগিয়ে চলা’ প্রকল্পের আওতায় ১৩ মার্চ ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিকালে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।

নারীপক্ষ’র সদস্য এবং ‘নারীর এগিয়ে চলা’ প্রকল্পের সমন্বয়কারী স্বাগত বক্তব্যে বলেন, ‘নারীপক্ষ’ একটি সদস্যভিত্তিক, আন্দোলনমুখী নারী সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে স্বপ্ন দেখে আসছে নারী, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অধিকার সম্পন্ন নাগরিক ও মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। নারীপক্ষ ধর্ম, বর্ণ, ভিন্ন পেশা, ভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির নারীদের সাথে বিষয়ভিত্তিক ও ইস্যুভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় ‘নারীর এগিয়ে চলা’ প্রকল্প তরুণ নারীদের সাথে কার্যক্রম বাস্তবায়ন করছে।’ নারীর এগিয়ে চলা প্রকল্পের পাঁচটি কর্ম এলাকা ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা, পিরোজপুর জেলার কাউখালী উপজেলা, জামালপুর সদর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড মিরপুর কালশীর ১০০ জন ‘তরুণ নারী নেতাদের মিলনমেলা’ ৯-১৩ মার্চ ২০২৩ শুরু হয়েছে। এই ১০০ জন তরুণ নারীদের অংশগ্রহণেই পরিবেশিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত