একসঙ্গে যাত্রা শুরু যাচাই ডট কম ও একশপে’র

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সরকারের আইসিটি ডিভিশন পরিচালিত এটুআই এসপায়ার টু ইনোভেইট প্রোগ্র্যামের একশপ’র সাথে যৌথভাবে কার্যক্রম শুরু করল প্রসিদ্ধ দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস- যাচাই ডট কম লিমিটেড। একশপ বিশ্বের প্রথম সহায়ক গ্রামীণ ই-কমার্স আর্কিটেকচার প্ল্যাটফর্ম। গত বছরের ২৭ অক্টোবর ই-কমার্স কোম্পানি যাচাই ডট কম লিমিটেড ও একশপ’র পারস্পরিক সেবা আদান-প্রদানের নিরিখে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি বিভাগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়। ১৩ মার্চ আইসিটি বিভাগে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুই পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যৌথযাত্রা তার প্রথম পদক্ষেপ গ্রহণ করল। এটুআইয়ের পক্ষে যুগ্ম প্রজেক্ট ডিরেক্টর নাহিদ সুলতানা মল্লিক, এটুআইয়ের ই-কমার্স প্রধান রেজওয়ানুল হক জামিসহ একশপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাচাই ডট কম’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আজিজ।