ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংক এবং সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক পারস্পরিক সহযোগিতা পুনর্ব্যক্ত করেছে

ব্র্যাক ব্যাংক এবং সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক পারস্পরিক সহযোগিতা পুনর্ব্যক্ত করেছে

ব্র্যাক ব্যাংক এবং সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য, রেমিট্যান্স এবং আর্থিক সেবার ক্ষেত্রে সহযোগিতা পুনর্ব্যক্ত করেছে। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ঢাকায় দুই ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠকে দুই ব্যাংকের পারস্পরিক অংশীদারিত্ব নতুন গতি পেয়েছে। ডিবিএসের প্রধান নির্বাহী পীয়ূষ গুপ্ত ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ডিবিএসের ম্যানেজমেন্ট টিমের সদস্য গ্রুপ হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং তান সু শান; ঢাকা চিফ রিপ্রেজেন্টেটিভ তাহসিনা বানু; ভারতের সিইও সুরজিৎ সোম; হেড অব ইন্টারন্যাশনাল সেন্টারস (যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র) টিয়েন-অ্যান লিম; গ্রুপ হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস শ্রীরাম মুথুকৃষনান ব্র্যাক ব্যাংক পরিদর্শনে ডিবিএসের সিইও’র সঙ্গে ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত