ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কর মওকুফের দাবি

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কর মওকুফের দাবি

১০ বছরের জন্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের কর মওকুফের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি শামীম আহমেদ এমন প্রস্তাব করেছেন। সংগঠনটি বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের অগ্রিম আয়কর না নেয়ার সুপারিশ, রপ্তানি খাতের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কর্পোরেট কর ১০ শতাংশ করা, পেট্রোকেমিক্যাল পণ্যে কাঁচামাল আমদানিতে সঠিক দাম নির্ধারণ করা এবং প্লাস্টিক খেলনা সামগ্রীতে ভ্যাট থেকে অব্যাহতির দাবি জানায়। বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন তাদের প্রস্তাবে আংশিক রপ্তানিমুখী শিল্পে ব্যাংক গ্যারান্টির সমপরিমাণ অর্থের বিপরীতে আমদানিকরা কাঁচামাল ও উপকরণের জন্য শুল্ক বন্ড সুবিধা, ফার্নিচারের আমদানি করা কাঁচামালকে রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি থেকে অব্যাহতির প্রস্তাব দিয়েছে তারা। এছাড়া ম্যানুফেকচারিং খাতে কর্পোরেট কর কমিয়ে বস্ত্রখাতের মতো নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) শিল্প প্রতিষ্ঠানে বন্ড লাইসেন্সের মেয়াদ ৫ বছর করা ও বন্ডেড প্রতিষ্ঠানের আমদানি প্রাপ্যতা ৩ বছরে উন্নীত করার দাবি করে। এছাড়া স্থানীয় ক্রয় ভ্যাটের আওতা বহির্ভূত রাখা, নিয়মিত বন্ডের সুবিধা দেওয়া, স্থায়ী-অস্থায়ী আন্তঃবন্ড স্থানান্তরের ব্যবস্থা করা ও ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে বিজিএপিএমইএ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত