ভারতীয় অটোমোবাইল নির্মাতা সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার (এমঅ্যান্ডএম) বাংলাদেশ সাবসিডিয়ারি মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার মাহিন্দ্রা বাংলাদেশ শেয়ারহোল্ডারদের সঙ্গে শেষবারের মতো সাধারণ সভা আহ্বান করেছিল। সভায় স্বেচ্ছায় ও চূড়ান্তভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার অনুমোদন দেয়া হয়। খবর ইন্ডিয়া টাইমস। আর এর ভিত্তিতে মার্চের ১৪ তারিখ থেকেই মাহিন্দ্রা বাংলাদেশের অস্তিত্ব কার্যকরভাবে বিলীন হয়ে গেছে।
মাহিন্দ্রার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর ৩১ মার্চ কার্যক্রম শুরুর পর এমবিপিএলের আয় ছিল শূন্য। চালুর সময়ে কোম্পানির বাজার মূল্য ছিল ৩ কোটি ১৮ লাখ রুপি। যা মুম্বাই-ভিত্তিক গাড়ি কোম্পানির সম্মীলিত বাজার মূল্যের দশমিক শূন্য এক শতাংশ। গত বছরের ১৪ সেপ্টেম্বরের এক সভায় ইউনিট বন্ধ ও সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য একটি লিকুইডেটর নিয়োগের প্রস্তাব পাস করে এমবিপিএলের শেয়ারহোল্ডাররা। এরপর তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেনি। ২০১৯ সালে সব ধরনের যানবাহনের বিতরণ, গবেষণা ও উন্নয়নসহ একাধিক কার্যক্রম পরিচালনার জন্য এমবিপিএল গঠিত হয়েছিল।