ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কমতে পারে চুনাপাথরের দাম

কমতে পারে চুনাপাথরের দাম

শিল্প খাতে ব্যবহারের জন্য চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। শুল্ক প্রত্যাহার করায় চুনাপাথরের দাম কমতে পারে। সম্পূরক শুল্ক প্রত্যাহার করায় কাঁচামাল হিসেবে যারা চুনাপাথর ব্যবহার করে তাদের এটি বা লাইমস্টোন আমদানিতে এ সংক্রান্ত কোনো অর্থ খরচ করতে হবে না। এত দিন ৩০ শতাংশ হারে সম্পূরক শুল্ক দিতে হতো। এনবিআর পরিচালনা ট্যারিফ শিডিউল অনুযায়ী, চুনাপাথর আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক, ৩০ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম করসহ সব মিলিয়ে কর ভার রয়েছে ৬৮ দশমিক ৮০ শতাংশ। এর মানে হলো, ১০০ টাকার চুনাপাথর আমদানি করলে প্রায় ৬৯ টাকা শুল্ক কর দিতে হয়। সম্পূরক শুল্ক উঠিয়ে দেয়ায় এ করভার কমে যাবে। এখন থেকে ১০০ টাকার চুনাপাথর আমদানি করলে ৩৩ টাকার মতো শুল্ককর দিতে হবে। চুনাপাথর আমদানিকারককে অবশ্য ইন্ডাস্ট্রিয়াল ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আমদানি নিবন্ধন সনদধারী (আইআরসি) হতে হবে। প্রতিপালন করতে হবে ভ্যাটের যাবতীয় নিয়মকানুন। আমদানিকারককে আগের মাসের ভ্যাট রিটার্ন দাখিল নিশ্চিত করতে হবে। শুল্ক ছাড়ের এ সুযোগ নিতে পারবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্কে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান; এবং যাদের শিল্প ভোক্তা আইআরসি নেয়ার বাধ্যবাধকতা নেই। কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতেও আইআরসি সনদ থাকা প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত