ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রথম স্থান অর্জন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৪টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০২১-২২ অর্থ-বছরে প্রথম স্থান অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ঢাকা ওয়াসার বিল সংগ্রহে এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরপর চতুর্থ বারের মতো প্রথম স্থান অর্জন। গতকাল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মাদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মাদ ইব্রাহিম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।