ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রভিশন ছাড়ের মেয়াদ বাড়ল ৩ বছর

প্রভিশন ছাড়ের মেয়াদ বাড়ল ৩ বছর

পুঁজিবাজারে খারাপ অবস্থা বিবেচনা করে ব্রোকার, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিলারে বিনিয়োগের প্রভিশন মেয়াদ আরো ৩ বছর বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে, ২০২৫ সাল পর্যন্ত এই সুবিধা পাবে ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। গত

গত মঙ্গলবার অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮৫৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এবং পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে আলোচিত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্টক ডিলার হিসাবে এবং মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংক্রান্ত ঐচ্ছিক সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত