‘লিকুইডিটি সমস্যা থেকে রক্ষায় ব্যাংকগুলোর দিকে নজর দিতে হবে’

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

করোনার চাপের পরে দেশের অর্থনীতিতে আঘাত করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সারাবিশ্ব এখন অনিশ্চিত সময় পার করছে। দেশের ব্যালেন্স অব পেমেন্ট নেতিবাচক। এ সময় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে বড় সাপোর্ট দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে কোনো ব্যাংক যেনো লিকুইডিটি সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। গতকাল শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘পোস্ট কোভিড প্রভাব এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ : অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার পথ’ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট সাব কমিটির চেয়ারম্যান।