ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০২৩ উপলক্ষ্যে ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

আজ ২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রায় সব দেশে দিবসটি উদযাপন করা হয়। প্রতিবছরের মতো এবারো ঢাকাসহ ৩০টি জেলায় এক মাসব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করেছে ‘পেপসোডেন্ট’ এবং ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’। গত ১১ ফেব্রুয়ারি শুরু হওয়া ফ্রি ডেন্টাল ক্যাম্প শেষ হবে আজ ২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-তে। এরইমধ্যে ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মানুষ ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে তাদের দাতের সমস্যার পরামর্শ নিয়েছে বিশেষজ্ঞ ডেন্টিস্টদের কাছ থেকে। এবারের লক্ষ্য প্রায় ১০ লাখ মানুষের কাছে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দেয়া। তাই দেশজুড়ে ৩৩০টি ক্যাম্পে ৩৫৭৪ জন বিডিএস সার্টিফাইড ডেন্টিস্টরা প্রতিনিয়ত কাজ করে আসছে।