ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিএসটিআই কর্তৃক হালাল ও ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান

বিএসটিআই কর্তৃক হালাল ও ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক হালাল ও ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান করা হয়। এতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথি হিসেবে এ সার্টিফিকেট বিতরণ করেন। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এতে অন্যদের মধ্যে বিএসটিআই’র মহাপরিচালক মো. আবদুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। হালাল সার্টিফিকেটপ্রাপ্ত প্রতিষ্ঠানের নামের তালিকায় ৩টি প্রতিষ্ঠানের ৫০পি পণ্য : বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লি. পাবনার ৩০টি পণ্য; প্রাণ অ্যাগ্রো লি., একডালা, নাটোর এর ১৮টি পণ্য এবং রেনাটা লি. ঢাকার দুটি পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট প্রদান করা হয়। ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেটপ্রাপ্ত প্রতিষ্ঠানের নামের তালিকায় রয়েছে ১৫টি প্রতিষ্ঠান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত