‘ক্যাশলেস বাংলাদেশ’ সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন বিস্তৃত করার লক্ষ্যে দেশের চারটি জেলা- রংপুর, গোপালগঞ্জ, নাটোর ও গাজীপুর এবং জেলাগুলোর চারটি উপজেলাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত ২০ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ভার্চুয়ালি তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, চার জেলার জেলা প্রশাসক, ব্যাংক, এমএফএস, পিএসপি, আন্তর্জাতিক কার্ড স্কিমের ব্যবস্থাপনা পরিচালকগণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন। গভর্নর, চার জেলার জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তাদের স্ব স্ব এলাকায় Bangla QR ছজ এর মাধ্যমে পেমেন্ট প্রদানপূর্বক পণ্য ক্রয় করেন। ডিজিটাল পরিশোধ ব্যবস্থায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’-এর লক্ষ্য অর্জিত হবে। ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের সম্প্রসারণ কার্যক্রমে ১৭টি তফসিলি ব্যাংক, পাঁচটি এমএফএস, ১টি পিএসপি এবং ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম অংশগ্রহণ করেছে। শিগগিরই সারা দেশে এই উদ্যোগের প্রচারণা ও কার্যক্রম বিস্তৃত করা হবে।