ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিজিএমইএ, আপন পোশাক শ্রমিকদের কল্যাণে কাজ করবে

বিজিএমইএ, আপন পোশাক শ্রমিকদের কল্যাণে কাজ করবে

আপন বাজার, বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ শ্রমিকদের ওয়েলবিং প্ল্যাটফর্ম, যা ডিসকাউন্টেড দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়, ক্রেডিট সুবিধা এবং স্বাস্থ্যবিমা প্রদান করে। গতকাল বিজিএমইএ কার্যালয়ে এক বৈঠকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাথে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। বৈঠকে বিজিএমইএ’র পক্ষ থেকে সভাপতি ফারুক হাসান ও পরিচালক নীলা হোসনে আরা এবং আপন এর ব্যবস্থাপনা পরিচালক সাইফ রশিদ ও আপনের পরিচালক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমাদের কর্মী এবং কর্মচারীরা পোশাক শিল্পের শক্তি, তাই শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য তাদের কল্যান ও সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত