ফারইস্ট লাইফের সিইও অনুমোদন বেতন ৬ লাখ টাকা
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থনৈতিক প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আপেল মাহমুদকে অনুমোদন দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গাড়ি এবং মোবাইল বিলসহ অন্যান্য সুযোগ ছাড়াই তার বেতন ৬ লাখ টাকা অনুমোদন করেছে আইডিআরএ কর্তৃপক্ষ। আইডিআরএ সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর আইডিআরএ’র পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল মজিদের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত সোমবার কোম্পানির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিমা আইন-২০১০ ও বিমা কোম্পানি প্রবিধানমালা-২০১২ এর বিধানাবলি পরিলক্ষিত হওয়ায় শর্তসাপেক্ষে আপেল মাহমুদকে ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে গত ৪ জানুয়ারি ২০২৩ হতে ৩ জানুয়ারি ২০২৬ সাল পর্যন্ত ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হলো।
শর্তগুলো- ১.আপেল মাহমুদ চুক্তিপত্রের বিভাজন অনুযায়ী মাসিক সর্বমোট ৬ লাখ টাকা বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদিপ্রাপ্ত হবেন। বেতন-ভাতা সংক্রান্ত সব ধরনের লেনদেন অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে সম্পাদন করতে হবে।