ক্যারি ফ্যামেলিতে অননুমোদিত পণ্য, জরিমানা ৫০ হাজার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

রাজধানীর মিরপুর-১ নম্বর বাজার ও ১১ নম্বরের সুপারশপ ক্যারি ফ্যামিলির দুটি আউটলেটে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ১ নম্বর বাজারের আউটলেটে মাছ ও ফলমূলে কোনো ফরমালিন না পেলেও ১১ নম্বরের আউটলেটে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুলের নেতৃত্বে বিএসটিআইয়ের ১০ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।